‘কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেট একক আবাসন মেলা ২০২৪’ এর জমকালো উদ্বোধন

Event Timing
Event Date
Event details

Grand Opening of Krishibid Group Real Estate Housing Fair 2024

কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেট (কেজিআরই) অত্যন্ত আনন্দের সাথে কৃষিবিদ গ্রুপের হেড অফিস এর ৮ম তলায় এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে একক আবাসন মেলা ২০২৪-এর সফল উদ্বোধন ঘোষণা করেছে। সপ্তাহব্যাপী মেলা ১ থেকে ৭ ডিসেম্বর ২০২৪, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত কৃষিবিদ গ্রুপ এর প্রধান কার্যালয়ে চলবে।

জাকজমকপূর্ণ মেলার উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মোঃ আলী আফজাল, ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ গ্রুপ, ড. মোঃ আলমগীর, উপ-ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ গ্রুপ; এ.বি.এম. সালাহউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড; মোঃ আলিকরিম বিশ্বাস, ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড এবং মোঃ মোস্তাফিজুর রহমান, প্রকল্প পরিচালক, কৃষিবিদ সি প্যালেস। এছাড়া, গ্লোরিয়াস ল্যান্ডস এন্ড ডেভেলপমেন্টস লিমিটেড এর সেলস এন্ড মার্কেটিং হেড মোঃ আরিফ খান এবং কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড এর সেলস এন্ড মার্কেটিং হেড হাসান আশেক মাহমুদ ও কৃষিবিদ গ্রুপের অন্যান্য অংগ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

একক আবাসন মেলায় ঢাকায় প্লট, ফ্ল্যাট এবং কুয়াকাটার প্রথম ফাইভ স্টার হোটেল শেয়ার, যে কোন একটি বুকিং দিয়ে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে ভাগ্যবান গ্রাহকবৃন্দ জিতে নিতে পারেন কক্সবাজারে ২ রাত ৩ দিনের কাপল ট্রিপের সুবর্ণ সুযোগ। এছাড়াও মেলায় থাকছে প্লট, ফ্ল্যাট এবং পাঁচ-তারকা হোটেল শেয়ারে আকর্ষণীয় সব ডিসকাউন্ট অফার।  অতিথিবৃন্দ এখানে বিশেষ অফারের সুযোগ, রিয়েল এস্টেট এক্সপার্টদের পরামর্শ এবং কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেটের মান, উদ্ভাবন এবং সেবা গ্রহনের সুযোগ পাবেন।

এই সুবর্ণ সুযোগ গ্রহণ করতে সকলের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

তারিখ: ১ থেকে ৭ ডিসেম্বর ২০২৪

সময়: বিকাল ২টা থেকে রাত ৮টা

স্থান: কৃষিবিদ গ্রুপ হেড অফিস, ৮০১, বেগম রোকেয়া সরণি, কাজিপাড়া, মিরপুর, ঢাকা।

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.facebook.com/events/962854112327716

Krishibid-Group-Real-Estate
© Copyright Krishibid Real Estate 2025. All Rights Reserved.
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram